বসে আছি চোখ পেতে
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞
( উৎসর্গ আজ এবং আগামীকে)
২৪ শেষ, ২৫ পদধ্বনি নাচে ফেলে আসা পথের শব্দে
কি লিখবো কবিতা,
বেদনার বারি দিয়ে স্বপ্নের জাল বুনি অদৃশ্যে।
ভেসে যায় মেঘ, মেঘে ভাসে স্বপ্ন,
স্বপ্নকে ছুঁতে যত ঝড় উঠানে, আকাশ জুড়ে।
স্বপ্ন ভেঙে স্বপ্ন গড়া হয়নি আজও
নাচে আলো নাচে আঁধার তা ধিন ধিন,
মিটবে স্বাদ কবে কে জানে।
অনেক দূরে আলো জ্বলে মিটমিটে
প্রসারিত আঁধার বক্ষে
সান্তনা শুধু কখনো ছোঁবো আলোকে নিশ্চয়ই।
মাঝে ঝরছে ফুল থেকে অনিশ্চিত্তে পাপড়ি গুলো
যে পাপড়িগুলো ফুল হয়ে ফিরবে না আর কখনো।
দায় যেন কার ? ক্ষুধাতুর বাজপাখি, সিংহ শেয়াল
সকলেই মেতেছে ক্ষুধা মেটাতে।
কবিতার পাতাকে শুভেচ্ছা,অভিনন্দন,
স্বরলিপি, রক্তে ভেজা আঁচল, কবি লেখক কল্যাণ ফাউন্ডেশন।
এপার ওপার সাহিত্য পরিষদ খেয়া, উপজেলা ডুমকি
সাহিত্য,
আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ।
নতুন দিগন্ত,
কবিতার অঙ্গনে সাহিত্য পরিষদ,
না বুঝে প্রত্যাক্ষিত শব্দনগর থেকে এই আমি তোমাদের প্রীতি,অভিনন্দন,সালাম জানাই আগামী।
আমার অসচ্ছলতায় পাশে ছিলে যে জন ভুলি নাই তোমাদের।
সানসাইন, উত্তরা, একদিন প্রতিদিন, সংজ্ঞা, জনরব,
চালচিত্র, প্রিয়তমেষু-মানুষ রংপুর।
এ’দেশের আমি,মাটি ও মানুষ আমার,
আমি মানুষের সর্বজনীন,এক’কের ঘর শূন্য তাই।
কলমের বড় মূল্য,কবি ও সাংবাদিক,
অমূল্য সাহিত্য-সত্য বহনকারী সকল পাতা।
ঘোলাই ঘোলা জল ছিটাই কাদা, কাদা লাগে গা’য়,
কলম চলুক অনাবিল চোখ রেখে খোলা।
যতটা আলো ফোটে রাতে ততটাই নিভে যায় দিনে,
জ্বলে শুধু সূর্য আপন মহিমায়।
ক্ষণিক মেঘ এসে ঢেকে দেয় সূর্যকে,আশা থাকে তবু
কখনো না কখনও উঁকি দেবে সূর্য সত্য এটাই।
গান গেয়ে যায়, জয় জয় জয় অনাগত জয়,
ছিঁড়ে যাক প্রভাবিত জাল জয় হোক সত্যের।
ঘটেছে ব্যবচ্ছেদ, ব্যবচ্ছেদ ঘটে নুয়ে পড়ুক সব
অহমিকা প্রাসাদ,
ফুল দোলুক জ্বলে উঠুক আলো অনির্বাণ।
মশালের ঘ্রাণ ভাসে নাকে, দূরে ঘন্টি বাজে সত্যের,
বসে আছি চোখপেতে নিশ্চয়ই জয় হবে মানুষের।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, শৈশব এবং কৈশরের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটে গেছে। পিতা মৃত: সরকারি চাকুরী ছিলেন, মাতা মৃত: লতিফা খাতুন, পাঁচ ভাই তিন বোনের মধ্যে আমি সপ্তম। ছোটবেলা থেকেই লেখালেখিতে অভ্যস্ত, অনেক লেখা পত্রিকায় এসেছে, যেমন: দৈনিক সানশাইন, রাজশাহী। দৈনিক উত্তরা+সংজ্ঞা, দিনাজপুর। সাপ্তাহিক জনরোব+চালচিত্র, ঠাকুরগাঁও। মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু,ঢাকা।
বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকায় লিখছি বিশেষ করে কবিতার পাতা এবং স্বরলিপি, ঢাকা উল্লেখযোগ্য। আমার লেখা কবিতা যে পত্রিকাগুলিতে প্রকাশিত হয় এবং হচ্ছে তাদের প্রত্যেকটি পত্রিকার নাম এই কবিতায় উল্লেখ করা হয়েছে। আমি কবিতার পাতা থেকে সাপ্তাহিক সেরা অর্জনের পাশাপাশি ২০২৪শে বর্ষের সেরা খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি ২০২৪ শে কবিতা ও সাহিত্য গ্রুপ ঢাকা থেকে কবি হিসাবে স্বীকৃতি পেয়েছি এবং ২০২৪শে জাতীয় কবিতা মঞ্চ আয়োজিত ইরানি রাষ্ট্রদূত এবং বর্তমান ধর্ম উপদেষ্টার কর্তৃক কবি হিসেবে স্বীকৃতি লাভ করেছি।২৫ শে বইমেলাতে আমার একক কাব্যগ্রন্থ আলো ছায়া থাকছে ইনশাল্লাহ।