প্রিয় তুমি
-বি এম মিজানুর রহমান
≈≈≈≈≈≈≈≈≈≈
ভোরের আলোয় মিষ্টি লাগে
প্রিয় তোমার মুখ,
ভালোবেসে পায় যে তোমায়
অনেক বেশি সুখ।
আশা জাগে মনের ভেতর
হাতে রাখবে হাত,
চিরজীবন থাকবে ওগো
তুমি আমার সাথ্।
ছেড়ে কভু যাবে না রে
ওগো প্রিয় মুখ,
তোমার মাঝে খুঁজে পাই যে
অনেক অনেক সুখ।
চাইছি তোমায় কাছে আমি
সারা জীবন ভর,
বন্ধু তুমি করো না রে
আমায় কভু পর।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
বি এম মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয়ে কর্মরত রয়েছেন। প্রিয় উপহার নামে তার একটি একক বই প্রকাশিত হয়েছে এবং অসংখ্য যৌথকাব্য প্রকাশিত হয়েছে। ঠিকানাঃ বি এম মিজানুর রহমান কোটাকোল, লোহাগড়া, নড়াইল।