আবছা আলোয়

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼

বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র দাবদহে

জলন্ত তেজে দেখেছি তোমায়

আষাঢ়ে মেঘলা দিনে একলা ঘরে

কাজল কালো আঁখি তোমার

শ্রাবণের সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টিতে

দেখেছি তোমায় আবছা আলোয় ।

ভাদ্র আশ্বিনে শরতের মেঘে

কাশফুলের দোলায় খুঁজেছি তোমায়

হেমন্তের ঝরাপাতার ঠাণ্ডা হাওয়ায়

ভোরের শিশির ভেজা সকালে

শীতের চাদর জড়িয়ে গায়ে দেখেছি

তোমায় ভোরের আবছা আলোয় ।

কখন ও আলো মাখা রঙিন নক্সাকাটা

ঘসা কাঁচের গায়ে দেখেছি তোমায়

কখন ও মিঠেল রোদে ছায়া পথে

নাড়া দিয়ে গেছে আমার মন

পড়ন্ত বিকেলের আবছা আলোয়

দেখেছি দুচোখ ভরে তোমায়।

বসন্তের ফাগুন হাওয়ায় আবিরের

ছোঁয়া চেয়েছি তোমায় কাছে

রাঙা পলাশের বনে আনন্দের হিল্লোলে

সন্ধ্যার পাখি ফেরে আবছা আলোয়

বসন্তের কোকিলের কুহু কুহু ডাক

শুনেছি ভোরের আবছা আলোয় ।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। আমি হুগলি জেলার বাসিন্দা। ছোটো থেকে হুগলি জেলাতেই স্কুল কলেজ পড়াশনা সব কিছু। বিবাহ সূত্রে বর্তমানে আমি কলিকাতায় বসবাস করি। কবিতা গল্প আমার ভালো লাগে। তাই লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*