বাজে ওই কাহার নূপুর

-সামসুন্নাহার ফারুক

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

হিম বায়ে বাজে ওই কাহার নূপুর

ঠমকে চমকে তার দোলা লাগে মনে

কালিজিরা ঘ্রাণ মেখে মদির দুপুর

সবুজের ঢেউ তোলে হৈমীর উঠোনে।

শিশিরের জলে ভিজে প্রভাত বেলায়

হলুদিয়া আভরণে পুষ্পবতী দোলে,

সোনারোদে ভিজে ভিজে রঙের মেলায়

জলরঙে ছবি আঁকে প্রকৃতির কোলে।

শাড়ীর আঁচল মেলে রঙ্গবতী মেয়ে

কন্ঠেতে জড়িয়ে নেয় ধানফুলি হার,

সৌখিন হৈমন্তী নাচে ঘাঘরা দুলিয়ে

বাতাসে ছড়িয়ে তার চটক বাহার।

প্রকৃতি সাজায় সাজি প্রফুল্ল বদনে

পুরোটা তল্লাট মাতে নবান্ন কাহনে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

নাম – সামসুন্নাহার ফারুক

জন্ম– ঝিনাইদহ জেলার পুটিয়া গ্রামে।

শিক্ষাগত যোগ্যতা – সম্মানসহ মাষ্টার্স (অর্থনীতিতে) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৬৭ সালে।

ফুলটাইম গৃহিনী।

সাহিত্যের বিভিন্ন শাখাতে বিচরন।

প্রকাশিত গ্রন্থের সংখ্যা–১৩ টি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*