এসো ভালোবাসার কাছে যাই

-অরুণ কুমার মহাপাত্র

∼∼∼∼∼∼∼∼∼∼∼

চল যাই , এবার ফুলেরা অবগুণ্ঠন

খুলবে…

চল যাই দূর থেকে দেখবো ফুলেদের

পাপড়ি মেলা…

দেখছো না , এক রত্তি আলো ছুটছে

গোপন উপত্যকায়…

লাজবতীদের সংকোচের ঘুম এই

ভাঙলো বলে…

সহস্রাব্দের সব লজ্জা ধুয়ে মুছে এরা

এবার আলোয় হাসবে…

এসো , উপলব্ধির চেতনায় সৃষ্টির

আনন্দে ভাসি আমরা এবার…

এসো ফুলেদের সাথে আমরাও গাই

জীবনের জয়গান… ।

এসো আমরা আমাদের আবেগ ,

আকাংখা জাগাই চিরকল্যানময়

অখন্ড চেতনায়…

এসো হৃদয় মন্দিরে করি নিয়ত

স্তোত্রপাঠ…

এসো মৃতকল্প জীবন ছেড়ে আমরা

সবাই ভালোবাসার কাছে যাই… ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

অরুণ কুমার মহাপাত্র, মা ঃ চন্দ্রমণি মহাপাত্র, বাবা ঃ পূর্ণচন্দ্র মহাপাত্র, জন্ম ঃ ৬ই ফেব্রুয়ারী ‘ ১৯৫১, ঝাড়গ্রাম জেলা অন্তর্গত গোপীবল্লভপুর – ১ নং ব্লকের শাসড়া গ্রামে । শিক্ষা ঃ মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক । ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর । অবসর নেওয়ার দশ বছর পরে সাহিত্য চর্চা শুরু । কাব্যগ্রন্থ ঃ

  1. সারা গাঁয়ে ফুসুর ফাসুর (সুবর্ণরৈখিক বাংলা ভাষায় লেখা)
  2. চলো নদীর কাছে যাই
  3. মন তরঙ্গের ঊর্মিমালা
  4. অরুণ আলোয়
  5. বুঢ়া বইসের কেঁদরা ( যৌথ কাব্যগ্রন্থ /

সুবর্ণরৈখিক বাংলায়)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*