ধ্বংস

-খন্দকার আরশাদুল বারী

∞∞∞∞∞∞∞∞∞

বন্ধু, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই

আমি তোমার গর্জন শুনে পালাতে আসি নাই

আমি এসেছি আমার অধিকারের প্রশ্নে

আমি এসেছি বঞ্চনার কথা বলতে

তুমি হুংকার দি‌য়ে আমাকে সরাতে পারবে না

তোমার আস্ফালন মহাশূন্যে মিলিয়ে যাবে

তোমার কাছে মনে হবে তুমি জিতে গেছো

পেছনে ফিরে দেখো তোমার পালাবার পথ নেই

এগোতে পারবে না, অন্ধকারে মিলিয়ে যাবে

নিশ্চিহ্ন হয়ে যাবে তোমার অন‌্যা‌য়ের সিংহাসন!

ভেবেছ কী বন্ধু?

তুমি গর্জন করলেই পৃথিবীটা তোমার হবে?

ভেবেছো কি? তুমি ক্ষমতার শীর্ষে বলে

তোমাকে কেউ ছুঁতে পারবেনা ?

একটিবার নিচের দিকে তাকাও

লক্ষ লক্ষ জনতা তোমার ধ্বংস দেখতে উন্মুখ

তোমার নিশ্চিত পরিণতি ধ্বংস

অ‌নিবার্য ধ্বংস!

∞∞∞∞∞∞∞∞∞

ক‌বি প‌রি‌চি‌তি:

১৯৯২ সা‌লের ডি‌সেম্ব‌রে জন্ম। বে‌ড়ে ওঠা রংপুর জেলায়। পড়াশুনা শেষ ক‌রে‌ছেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে। বর্তমা‌নে এক‌টি সরকা‌রি ক‌লে‌জে প্রভাষক হি‌সে‌বে কর্মরত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*