অভিজ্ঞতার ঝুলি
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
চোখ মুছোনা আঁচলের খুঁটে
বরং খানিক অভিজ্ঞতা,
এগিয়ে দিক নতুন ছন্দে
সুখে বাঁচুক বিবর্ণতা।
রঙ তুলিতে মননের ভ্রুণ
আনন্দায়নে হোক নিবেদন,
পুরোনো সুখের উৎসাহে হোক
অপূর্ণতার পুনর্বাসন।
বিদায়ী বর্ষ কংক্রীট পথ
সেই আমাদের শুদ্ধভূমি ,
স্মৃতিস্তম্ভে নতুন খোদাই
নবনির্মাণে তুমি আমি।
বিদায়ী গোধূলি আলাপ জানালো
নতুন ঊষার বরণডালিতে,
ভরসা খুঁজবো প্রীতি অলিন্দে
উদাত্ততা জুড়বো তাতে।
প্রকৃতির কাছে নতজানু হয়ে
প্রার্থনাই নীরব গাথা,
পুরাতন ব’লে ভুলিনি তোমায়
অবিস্মরনীয় প্রাপ্তি যেথা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।