অঙ্গীকার
-শিবানী সাহা
∞∞∞∞∞∞∞∞
পুরাতন বিদায় শেষে এলো
মোদের দ্বারে নববর্ষ,
দুঃখ কষ্ট যন্ত্রনা ভুলে সবার
মনে জাগুক আবার হর্ষ।
পুরাতন কে পেছনে ফেলে
হাঁটতে হবে আগামীর পথে,
বাধা বিঘ্ন অতিক্রম করে
এগোতে হবে আজ হতে।
মনের কালিমা মুছে ফেলে
জ্বালতে হবে জ্ঞানের আলো,
ভেদাভেদ ভুলে এক আঙিনায়
সবাই মিলে থাকবো ভালো।
বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব
মুছিয়ে দেবো চোখের জল,
জীবনের পথে চলতে গিয়ে
নতুন করে আবার পাবো বল।
ধর্মের হানাহানি বন্ধ করে
সবাই মিলে এক হবো,
হেসে খেলে মনের আনন্দে
এক সামিয়ানার নিচে রবো।
রক্ত মাংসে গড়া মানুষ সবাই
আলাদা কেউ তো নই,
তবে কেন ভেদাভেদের দোহাই দিয়ে
নিঠুর হয়ে দূরে সরে রই।
নতুন বছরে একটাই শপথ হোক
সবাই মিলেমিশে থাকবো,
সততা আর সৎকর্মের দ্বারা
মোদের দেশের মান রাখবো।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
জন্ম ১৯৬০সালের ১৪ই জানুয়ারি। ছোট থেকে বড় হয়ে ওঠা উত্তর ২৪ পরগনা নৈহাটিতে। সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মায় ছোট থেকে। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। আমি একজন সামান্য গৃহবধূ। বিবাহ সূত্রে হুগলি জেলার কোন্নগরে বাস করি।