গ্লোবের চাঁদ

-রবিন রায়

≈≈≈≈≈≈≈

নিকষ সঘন আবেগ মেঘে সে রাতে ঢেকেছিলো –

আমার একলা জীবনের মনের কোণ,

ঘটেছিলো এক চরমতম ভুল;

বাবুর ছাদে জ্বলছিলো একখানি গ্লোব,

যেন হাতছানি দিয়ে ডাকছিলো আমায়-

বেঘোর ঘোরে প্রাণে দিল দুল।

আমি চাঁদ ভেবে দেখেছিলাম পূর্ণিমার আলো,

বিজন রাতে তাকে লেগেছিল ভীষণ ভালো।

সরল মনে পড়েছিলাম তার জ্যোৎস্না প্রেমে,

সে জানি এসেছিলো ধরা দিতে নেমে;

ছুঁতে তারে সাধ জাগে মনে,

অজ্ঞাত কখন কেমন করে –

সমস্ত বাঁধার প্রাচীর সিঁড়ি টপকে,

পৌঁছে গেলাম চাঁদের বুকে।

যেই তারে ধরি আবেশে জড়িয়ে,

পিছন দিয়ে এলেন বাবু তেড়ে,

আমার সাকুল্য ভাবনার ঠ্যাং দিল গুড়িয়ে।

চোর চোর বলে সটান মাজায় বাঁড়ি,

হৃত সম্বিত আঘাতে ফেরে যেই অমনি দিলাম ছাড়ি।

আবেগের বশে বিচলিত বিবেক হারার হলো বদনাম।

≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি ঃ—-

কবি ও সাহিত্যিক রবিন রায় ১৯৮৫ সালে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের পশ্চিম বঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরে জন্ম নিয়ে সুদীর্ঘ দারিদ্র্যতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বিজ্ঞান বিভাগ নিয়ে। আর্থিক অবস্থা অতি দুর্বল হওয়ায় পড়াশুনায় ইতি টানেন। জন্ম লব্ধ কাব্যিক গুণে

কবিতা লিখে থাকেন। বহু যৌথ সংকলনে তার বহু কবিতা

মুদ্রিত হয়েছে। বর্তমানে লেখার মধ্যেই আছেন বাংলাসাহিত্যকে সম্বৃদ্ধতার উপহারে ভরাতে। সরকারি বা বেসরকারি উদ্যোগের সাহাযঢ় পেলে আরো প্রচুর কবিতা

পাঠক সমাজের কাছে পৌঁছে যাবে। উদ্যোগপতিদের সুনজরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন সতত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*