নজরুল মোদের গর্ব
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼∼∼
শত বছর পরেও তুমি
স্বীকৃতিতে এলে,
বিদ্রোহী ও প্রেমের সাগর
তোমার কথাই বলে।
তুমি ছিলে হৃদয়ের কবি
শ্রেষ্ঠ কলম কালি,
অনাহারে কষ্টে তোমার
জীবন যাইনি ভুলি।
আমার দেশের গর্ব তুমি
জাতির নক্ষত্র, তাঁরা,
তোমায় পেয়ে ধন্য মোরা
সাহিত্যের পথধারা।
এ ধরাতে তোমার কদম
জ্ঞানের উচ্চ ভাজন,
বিশ্বভবে এমন মানব
কোটিতে মিলে কজন?
তীক্ষ্ণ জ্ঞানের সাধক তুমি
নজরুল অন্যধারা,
তোমায় পেয়ে সবুজ বাংলায়
গর্বে আত্মহারা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।