এ সভ্যতা এক স্পর্শকাতর

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

বর্ষ শেষে হর্ষ কীসের

সূচনাতেই বা কীসের ধূম ,

কমছে আয়ু এক দিন ফুরালে

ভাবলে চোখে আর আসে না ঘুম ।

সময় শুধুই বয়েই চলে

নিয়ম মেনে আপন বেগে ,

কে রাখে তার হিসেব নিকেষ

কার আছে কাজ একথা ভেবে ।

সবাই খুশীর ওজন মাপে

কেউবা বেলকুল নেশায় চটুল ,

এসব নাকি একটা দারুণ ফ্যাশান

একথা মানতে নারাজ যে , সেই ভুল ।

কেউবা ওড়ায় সুখের ফানুস

গতর দুলিয়ে কারোর মেটে আশ ,

অহেতুক দূষণ ছড়ায় ঐ অন্য কেহ

বলতে পারো ; বর্ষবরণের এ কোন ধাঁচ ?

সুযোগ পেলেই নিয়ম ভাঙা

এ এক আজব রীতি রপ্ত ভীষণ ,

অর্থ বোঝার আজ বালাই কোথায় ?

এ সভ্যতা এক স্পর্শকাতর সখের নিদর্শন ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচতি- 

পীতবাস মণ্ডল , গ্ৰা+পোঃ – যোগেশ গঞ্জ , জেলা – উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*