অনাথ রত্ন
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈
শীতের রাতে কাঁপতে থাকে
অম্বর নীচে অনাথ রত্ন,
কেউই তার খোঁজ রাখেনা
করেনা কেউই তার যত্ন।
সূর্য উদয় অস্তের মাঝে
ছুটে উদর ভর্তির দায়ে,
ছিন্ন বস্ত্র গতর সাজে
রাস্তার ধারে খালি গায়ে।
অযত্নে বেড়ে ওঠা জীবন
দুঃখ যাতনা রোদ্দুর ঝড়ে,
সকল শোকে মানিয়ে মন
পড়ে থাকে ফুটপাথ ধরে।
কারো কাছে নেই অভিযোগ
দিব্যি কাটায় দিনে রাতে,
চায়না কোনো সুবিধা সুযোগ
বেশটি আছে নভের নীচে।
বাবুরা কেউ কেউ ভালোবেসে
দুই-চার টাকা দেয় ফিকে,
তাতেই উল্লাস হাসি হাসে
অনাথ রত্ন পরম সুখে।
কেউ দেখে নয়ন ফেরায়
কেউবা দেয় খাবার কিনে,
কেউ পাগল ভেবে তাড়ায়
কেউবা শীতের বস্ত্র দানে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস
মাতা- কল্যাণী দেবী
জন্ম- ১৬ এপ্রিল ১৯৬৩ সাল বৃহস্পতিবার।
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ।
সাহিত্য অনুশীলন সুবর্ণরেখা সাহিত্য পত্রিকার হাত ধরে ১৯৭৮ সাল থেকে এযাবৎ।
কবির লেখা কবিতা ও অণুগল্প ১১৬৩ টি বিভিন্ন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে।অতি সত্তর কবির একক কাব্যগ্রন্থ ও যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হবে।