পুরুষের চোখ জলহীন নদী
-হাসান জামান
⇔⇔⇔⇔⇔⇔⇔
রাত নামলেই নক্ষত্র হয়ে ওঠে আমার দুচোখ
পাহারা দেয় অন্তহীন মৌন আকাশ,
স্বপ্ন বিলাসী মনে কষ্টের মেঘ মরিচীকা
পুরুষ মানুষ সব পারে শুধু কাঁদতে পারে না।
বেঁচে থাকে এক আকাশ নীরবতা নিয়ে।
সমস্ত সংসার ছুটে আসে মাথার ভেতর
আসে ঝড় বৃষ্টি তুফান, দাউ দাউ জ্বলে
আগুন। হাঁপরের মত শ্বাস টেনে টেনে
হৃদপিণ্ড উঠা নামা করে। ভেতরে ভেতরে
ধ্বস নামে পাড় ভাঙা নদীর মতন।
জল শুকিয়ে যায়। ভীষন তেষ্টা পায় বুকে।
হাজারো দুঃখ কষ্ট বুকে পুঁতে রাখে পরান গহীনে
তবু পুরুষ মানুষ কাঁদতে পারে না।কারন
পুরুষের চোখ জলহীন মরা নদী।
পুরুষ ভেঙে গেলে তার পরিবার হেরে যায়!
তাই সে নিজেকে উজাড় করে বাঁচে অভিনয়ে।
রাত নামলেই পৃথিবী ঘুমিয়ে পড়ে শুধু
নক্ষত্রের মত জ্বলে ওঠে বিষন্ন দুচোখ
আকাশ পাহারা দেয়া ঠিক নয় জেনে ও
তার কাছে জমা রাখি জনমের সমস্ত শোক।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি ঃ
কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। লেখা পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার।
লেখা লেখি ভালোবাসেন আশৈশব।