আমি পাঁচজনের মতো
-অসিত ঘোষ
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি পাঁচজনের মতো
খিদে পেলে খাবার খাই
ঘুম পেলে ঘুমিয়ে পড়ি
কেবল দুঃখে কাঁদিনা।
আমি পাঁচজনের মতো
সারাদিন পরিশ্রম করি
লাভের হিসাব করি
লোকসানে কাবু হই না।
আমি পাঁচজনের মতো
যত বিপদই আসুক
মাথা নত করে দিই না
আমাদের দেবতার কাছে।
আমি পাঁচজনের মতো
রাগ হলে ভুলবকি না
ভালোবাসা বুঝতে দিইনা
সবকিছু তছনছ করিনা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি—
বর্ধমানে সাঁড়ী গ্রাম থেকে কলকাতা শহরে এসে প্রতিষ্ঠা করেছি বাড়ি ঘর কারখানা। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করেছি চাকরির জন্য অপেক্ষায় থাকিনি। ৬০ বছর বয়স হল আজও সমান তালে পরিশ্রম করে চলেছি।