তিয়াস
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼∼
অন্তরে তব,
রহিয়াছে তিয়াস
তুমি কোন জলে মোর
মিটাইবে পিয়াস।
জগতে আসিয়া,
রহিয়াছি যে সংসারে
আমি তো তৃপ্ত নই
এই কারাগারে
কে, মোরে বুঝে নাই
কে,বা বুঝিবে
আমার মাঝে
আমি কে, জানিবে।
∼∼∼∼∼∼∼∼∼∼
****কবি পরিচিতি –
আমি রীনা। পুরাতন ঢাকায় জন্ম আমার। মুসলিম পরিবারের মেয়ে আমি। স্বামী, একটি কন্যা সন্তান নিয়ে সংসার নিয়ে ব্যাস্ত জীবন যাপন করছি। সময় পেলে কবিতার পাতায় লেখালেখির চেষ্টা থাকে আমার।। পাঠকদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা ।