যদি আরেকটি জনম পেতাম
-রাজীব কুমার দাস
∞∞∞∞∞∞∞∞
যদি আরেকটি জনম পেতাম
ফেলে যাওয়া সব ভুলগুলো নিতাম শুধরে,
মনের ভেতর যে ছেঁড়া জামাটা ছিল অবহেলায়
আবেগী সুঁতোয় মিলিয়ে নিতাম নৈপুন্য ছোঁয়ায়।
বেলা শেষে ফিরেছি শুন্য হাত নিয়ে
কিছু প্রশ্ন আর হতাশারা ফিরেছিল আমারি সাথে,
ছুঁটেছি বিরামহীন প্রতিটি জয়ের নেশায়
অভিমানী জয় এনেছে পরাজয় নিগুঢ় মমতায়।
যদি আরেকটি জনম পেতাম
ফেলে আসা অতীতে সুখগুলো দিতাম ছড়িয়ে
শাখে জড়ানো কাটা ঝেড়ে মুক্ত হতো ফুটন্ত গোলাপ
জীবনের পঙতি সুখ বিলাতো অবিরাম ধারায়।
হেরেছি সময়ের বারতায়, হেরেছি জীবনে নিয়মে
মনের প্রশ্নেও হেরেছি বহুকাল অজানা আহবানে,
অচেনা গহীন ছুঁয়েছিল আমায় পথেরই ভুলে
ভুলে যাওয়া সে পথে হয়নি ফেরা তোমার আঙিনায়।
যদি আরেকটি জনম পেতাম
তোমায় হারানো সে সময়টা দিতাম শুধরে,
নিষ্ঠুর নিয়তির কাছ থেকে ছিনিয়ে নিতাম তোমায় বীর যোদ্ধা বেশে
ফিরে যাওয়া হাতটি ধরে চিৎকার করে বলতাম- তুমি আমার।।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :-
জন্ম ৩১ ডিসেম্বর এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে। বাবা সরকারী চাকুরে এবং মা ছিলেন গৃহিনী।শৈশবে মায়ের হাতেই হতেখড়ি তারপর মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পথ পেড়িয়ে রসায়নে সম্মান ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করতেই একটি স্কুল এন্ড কলেজে পার্টটাইম (রসায়ন)শিক্ষকতা করেন এবং পরবর্তীতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলার পাশাপাশি বই পড়া ছিল অন্যান্য শখগুলোর মধ্যে অন্যতম। ২০১০ এ একজন সরকারী চাকুরে হিসেবে নিজেকে স্থীর করেন এবং কবিতা ও অনুগল্প নিয়ে লেখালেখির সাথে সম্পৃক্ত হন। সম্প্রতি বইমেলা-২০২৩ ও ২০২৪ এ প্রকাশিত হয়েছে দুটি সমকালীন উপন্যাস নিশিকুমারী ও নিকুঞ্জ নিকেতন। মিশুক স্বভাব ও ভ্রমন পিপাসু মনের জন্য তিনি শুভাকাঙ্খি ও শুভানুধ্যায়ীদের কাছে বেশ প্রশংসিত।