ধরণী তলে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈
কখন ফাগুন আসবে, আজিকার ক্ষণে এই ধরণী তলে,
শত অপেক্ষায় সন্ধ্যাসমীরে জোনাকি ধীরে ধীরে জ্বলে।
আনমনা হয়ে অচেনা সুরে, জোনাকিরা যেন কথা বলে,
বাজবে বীণা সন্ধ্যাসমীরেও মনের সুরে এসো গো চলে।
ধরণী তলে
যাবার বেলা সন্ধ্যার এ জোনাকিরা কত কথা যায় বলে,
ফাগুন আসবে সন্ধ্যার রজনী জোনাকিও যায় না ভুলে।
প্রদীপ তুমি যেও না নিভে ফাগুন আসবে তব সুরে সুরে,
বলছে বাতাস, ফাগুন আসবে আমি আর নেই গো দূরে।
ধরণী তলে
ফাগুন আর বাতাস একসাথে থাকে মনের ওই মাঝারে,
বাজবে বীণা মনের সুরে, থাকবে এই প্রেম হৃদয়ে মরে।
আজি এ ক্ষণে আকাশকুসুম প্রেমধরণী তুমি কি পেলে,
এই ধরণী প্রেম পেলে, আসবে কাছে শত কাজ ফেলে।
ধরণী তালে
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ