অনির্বাণ
-বাবুল আহমেদ তরফদার
∼∼∼∼∼∼∼∼∼∼
অপ্রকাশি অপরাধ অর্ন্তযামী অবগত,
অলৌকিক অনূরাগে অবিশ্বাস্য অনূগত।
অকাতরে অত্যাচার অযস্রই অশ্রুজল,
অন্যের অনিষ্টকর অগুনিত অনর্গল।
অনাদর অবহেলায় অযত্ন অমঙ্গল,
অনার্বত অবিচার অকালের অবিচল।
অপরিমান অর্থের অপব্যয় অকারণ,
অহেতুক অপকর্মে অশান্তিতে অভাজন।
অশ্রুর অনিয়ম অনাকাঙ্ক্ষিত অন্ধকার,
অচিরেই অযাচিত অভিশাপের অন্তর।
অভাবের অযুহাত অদৃষ্টের অপযশ,
অতৃপ্তের অবকাশ অরন্যের অভিলাষ।
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি
চারণ কবি মোঃ বাবুল আহমেদ তরফদার
গ্রামঃ কোটা ডাকঃ পায়রা হাট
অভয়নগর যশোর