হে যুগাবতার
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈≈≈
হে বীর মহাপুরুষ——–
তোমার গৌরবান্বিত গাম্ভীর্যের কতটুকুই বা জানি
যতটুকু জানি সে শুধু তোমার ছেলে বেলা ।
ক্রমান্বয়ে তুমি হবে কালোত্তীর্ণ পৌরুষ
একথা জেনেছি যেদিন, বুঝেছি মহত্বের পবিত্রতা !
জ্ঞানচক্ষু ধীরে ধীরে প্রলম্বিত হয়েছে যখন
মনে প্রাণে মেনেছি, তোমায় অন্তরের পূজ্য দেবতা ।
আসমুদ্র হিমাচল প্রতিপলে গর্বিত আজ
তোমার পবিত্র হিতৈষণার পাদস্পর্শে ,
তোমার কৃতিত্বের সৌরভ ছড়িয়ে পৃথিবীময়
ধন্য হয়েছি পরম তৃপ্তির বাণী আর মতাদর্শে ।
জীর্ণ মলিনতা কে ধুয়েছো আপন মহিমায়
বীর দর্পে শিখিয়েছ প্রেমের মুলমন্ত্র ,
‘জীব সেবাই শিব সেবা’ জেনেছি যেদিন
সার্থক হল জনম, বিকশিত হল মনুষ্যত্বের হৃৎযন্ত্র ।
নিষ্কলুষ দৃষ্টিতে চেনালে সত্যের সম্মহন
‘অহিংসা পরম ধর্ম’ বোঝালে নিষ্ঠার সমর্পণে ,
মূঢ় জাতির ভেদাভেদ ভোলাতে তুমি পথপ্রদর্শক
মনুষ্যত্বের শলতেয় দিলে মন্ত্র কুসংস্কার বর্জনে ।
ত্যাগের মাহত্মকে শুধু দিতে পারেনি যোগ্য সম্মান
ডুবে আছি তাই লোভ আর ক্ষোভের আঁধারে ,
যদি পারো ক্ষমিও অধমেরে হে যুগাবতার !
তব করুণার আশিষ হতে বঞ্চিত করনা মোরে ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নাম – পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ- যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।