ভালোবাসা ধোঁয়া নয় সবুজে প্রেম দিও

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞∞

জীবন যুদ্ধে প্রেমের বাঁধন অটুট থাকুক

প্রতি পদক্ষেপে যতই পরিবর্তন আসুক ,

পলাশ শিমুলের রঙ যেন হয় না ফিকে

সবুজ প্রেম যেন আমরণ থাকে টিকে।

ভালোবাসা ধোঁয়া নয় সবুজ প্রেমের আবেদন

লাল রক্ত গোলাপ দিয়ে দুরন্ত প্রেমের নিবেদন ,

প্রেম হোক প্রভাতের রক্তিম আলোর ছটা

জানালার কাঁচ ঘেসে থাক রোদ্দুরের ঘটা।

কথার জালে মিথ্যে ছোঁয়া নয় ,চাই ভালোবাসা

সবুজ প্রেমের পাতায় ভরা থাক আলো আশা,

শিশিরে ভেজা সবুজ ঘাসের ডগায় দীর্ঘশ্বাস

কচি ধানের মাঠে সবুজের খোঁজে পড়ে নিঃশ্বাস।

ভালোবাসায় ধোঁয়া নয় সবুজের প্রেম দিও

ভোরের অন্ধকারে কুয়াশায় হাতটা বাড়িয়ে দিও ,

হাল্কা প্রেমে হাবুডুবু খাওয়া সেতো জলছবি নয়

ফাগুনের মোহনায় সবুজে আবিরের ছোঁয়া রয়।

অলিগলি মাঠ ঘাট পেরিয়ে আসে প্রেম নীরবে

জলন্ত ইটের ধোঁয়ায় ভালোবাসা ঠিক টিকে রবে ,

কলকাতার ফুটপাতে মানুষের দুর্নীতির খেলা

তবুও সবুজ প্রেম দোলা খেয়ে করে সেথা খেলা ।

না হয় প্রেমের লড়াই বন্দুকের নলের ধোঁয়ায়

ভালোবাসা ধোঁয়া নয় গাড়ির ধোঁয়ার ছোঁয়ায়,

শুকনো পাতার নীড়েও ভালোবাসা ভরা থাক

সিগারেটের ধোঁয়া ভালোবাসা থেকে সরে যাক।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার বাসিন্দা আমি । আমার ছোটো বেলা কেটেছে ওখানেই। স্কুল ,কলেজের পড়াশনাও ওখানেই। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা, গল্প আমার খুব ভালো লাগে। তাই একটু লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*