সু-শিক্ষা
: রিপন অধিকারী প্রলয়
∼∼∼∼∼∼∼∼∼∼
মৎস্য চেনে গভীর পানি
পাখি চেনে ডাল,
মা বাবায় জানে সন্তানের দরদ
তাদের কলিজা যায় ছাল।
নানান ধরনের মানুষ রে ভাই
এই সমাজে করে বসবাস
জগৎ ঘুরিয়া দেখলাম আমি
কি অদ্ভুত মা বাবার আবাস।
লালন পালন যে করিত
ভাবত সারা জীবন ধরে
সন্তান আমার বড় হবে
বাঁচবে মাথা উঁচু করে ।
শিক্ষিত মানুষ অনেক আছে
জ্ঞানী মানুষ নাই –
সমাজ এখন ধ্বংসের পথে
আর বেশি দিন নাই ।
শিক্ষিত মানুষেরাই নিজেকে
স্মার্ট মনে করে, তাই তো
এখন তারা রাস্তায় রাস্তায়
পাগলের মতো ঘুরে।
সমাজের মানুষ দেখে তাদের
ছি – ছি করে,
জ্ঞানী মানুষ দেখলে তাদের
মূর্খ্য বলে ডাকে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত,
কবি রিপন অধিকারী প্রলয় ১৫ ই মার্চ ২০০৩ সালে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় শ্যামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি চাকরির সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন । তার বর্তমান ঠিকানা মির্জাপুর,টাংগাইল, ঢাকায় বসবাস করেন।