অভাগা
-অসিত ঘোষ
≈≈≈≈≈≈≈≈≈≈
যেখানে তুমি দিয়েছো এত আলো
কেন তুমি তারে করো বঞ্চনা?
সে যে তোমার দ্বারের পথিক
দুহাত বাড়িয়ে নাও বুকে তুলে।
আমাদের তো কোন চাহিদা নাই
তাইতো ভাবিনা বঞ্চনা কারে কয়,
মন কাঁদে বঞ্চিতের সাথে, একসাথে
কেনো চেয়ে আছিস অকুল সমুদ্র পানে?
আয় ওরে ফিরে এই মাটির বুকে
শিশুরা করছে খেলা আপন মনে
সেইখানেতে ঘড় বাঁধলে পূরণ হয়
ওরা যে আমাদের মতন অভাগা।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–
বর্ধমানের গ্রাম থেকে আসা কলকাতা শহরের বুকে ব্যবসা করে বড় হয়েছি।