
আমি পুরুষ
-রতন রায়
⇔⇔⇔⇔⇔⇔
আমি পুরুষ করতে পারি
কঠিন কঠিন কাজ,
আমার শ্রমে সংসার গড়া
সোনার মতো আজ।
আমি পুরুষ সইতে পারি
রোদ বৃষ্টি আর ঝড়,
মাথায় আমি বহন করি
নানান রকম খড়।
আমি পুরুষ সহ্য করি
রোদের যত তাপ,
একাই আমি বহন করি
পরিবারের চাপ।
আমি পুরুষ কষ্ট করি
কেউ রাখে না খোঁজ,
এই ভাবে তো যাচ্ছে কেটে
আমার জীবন রোজ।
আমি পুরুষ আড়াল রাখি
আমার মনের দুখ,
অসাধ্যকে সাধন করি
নিয়ে আসি সুখ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি রতন রায় (০৩/০৫/২০০৫) তিনি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের তরলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করে, জনগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁও থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে (বিবিএ অর্নাস) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে অধ্যায়নরত ছাত্র। তিনি অনেক কবিতা ও ছোট গল্প লিখেছেন।