অমর জ্যোতি বিবেকানন্দ
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞
তুমিই সেই অমিত শক্তি যেন জলন্ত সূর্য,
ধ্যান গম্ভীর আপন কণ্ঠে বাজালে জ্ঞান-তূর্য।
ত্যাগে-নিষ্ঠায়-ভালোবাসায় দুর্লভ নিজ গুনে,
মানব মুক্তি -লক্ষ্যে অটল তব আহ্বান শুনে।
চাই প্রতিজ্ঞা যুব শক্তির লৌহ কঠিন পেশি,
আপনা সঁপে দিতে প্রস্তুত দিবস কিংবা নিশি।
নারী শক্তির উন্নতি লাগি শিক্ষার আলো জ্বেলে,
এগিয়ে দিলে মুক্তির পথে নিজ প্রচেষ্টাবলে।
একদা ছিলে সম্বলহীন অচেনা বিশ্ব সভা,
“ভ্রাতা-ভগিনী “আহ্বানে তুমি বোঝালে আপন প্রভা।
সব ধর্মের সার প্রকাশিলে সহজ সত্য পথে,
চমকি বিশ্ব পাগলপারা দীক্ষিত তব ব্রতে।
কত বেদনা সয়েছ বক্ষে স্বদেশ মুক্তি লক্ষ্যে
মুর্খ কাঙাল ভ্রাতা তোমার টেনে নিয়েছ বক্ষে।
যুব সমাজে দিশারী হয়ে দাঁড়ালে যুব নেতা
সত্য সাধনা, প্রজ্ঞা তোমার তুমি ভারত ত্রাতা।
বানীতে “মাভৈ” জাগ্ৰত সুর সাধনা মুক্তি পথে
“মূর্খ-কাঙাল”, “দ্বিজ চন্ডাল” মিলেছে এক সাথে।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি=
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।