দুই দেশের মাঝে প্রেমের গান
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈
দুই দেশের সীমানা, রক্তাক্ত অগ্নিশিখা,
তবু তোমার চোখে দেখি, স্বপ্নের সুদূর দ্বীপ।
যুদ্ধের ধোঁয়া মাখা, এই আকাশের নিচে,
আমাদের প্রেমের গান, বাজে নিরবতা ভেদে।
তোমার দেশ, আমার দেশ, এখন শত্রু হলেও,
আমাদের হৃদয়ের বাঁধন, অটুট রয়ে গেছে।
সীমানা পেরিয়ে, আসে তোমার চিঠি,
প্রতিটি শব্দে, প্রেমের বার্তা লেখি।
তোমার হাসি, আমার স্বপ্ন, একাকার হয়ে যায়,
রাতের আঁধারে, চাঁদকে দেখে তোমাকে খুঁজি।
যুদ্ধের মাঝেও, আমাদের প্রেম, ফুটে ওঠে,
একদিন মিলন হবে, এই আশায় বসে থাকি।
তোমার হাত ধরে, নতুন জীবন গড়ব,
শান্তির স্বপ্ন দেখে, দিন কাটাবে।
যুদ্ধের অন্ধকার, একদিন চলে যাবে,
প্রেমের আলোয়, পৃথিবী জ্বলে উঠবে।
তুমি আমার স্বর্গ, তুমি আমার স্বপ্ন,
তোমার জন্য, আমি সবকিছু দিতে পারি।
এই যুদ্ধের বিরাম, আমার প্রার্থনা,
তোমার সঙ্গে মিলিত হওয়ার আশা।।
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।
পিতা:- কার্ত্তিক হালদার
মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)