বিবাগী মন
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈
শ্রাবণের রিমঝিম বৃষ্টি ধারা উদাসীন মনে তাকিয়ে,
গ্রামের মেঠো পথ ধরে চলছে বাউল গেয়ে গান।
বিবাগী মন বাউলের গান সবার মন যে হারায়,
আপন মনে গেয়ে গান চলছে আঁকা বাঁকা পথে।
গ্রামের রাঙ্গামাটির পথঘাটে কাদামাটি মেখে চলে,
বিবাগী মন সুরে সুর মেলায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
হাসি কান্না মেশানো সুরেলা গান জুড়ায় সকলের প্রাণ।
গানওয়ালা বাউলের পিছু পিছু চলছে গ্রামের শিশুরা,
একতারার সুরে যেন তালে তাল মেলায় সুর।
বিরাগ মনের তারে বাজে বাউলের অচিন সুরের একতারা,
একতারার সুরে লালন গীতি গায় জীবনের মায়ায়।
গানওয়ালা বাউল তুমি দিল দরিয়ায় ভাসে তার সুরের খেয়ায়,
দুদিনের এই মায়ার জগতে কিসে এতো পিছুটান।
এসো সবাই বাউলের সুরে ভরিয়ে তুলি নিজেদের টান,
কত পথ পেরিয়ে রাঙ্গামাটির পথ ধরে চলছে গান গেয়ে।
বাউল গানের সুরে সুরে এগিয়ে চলে ভাটিয়ালী তালে।
বিরাগী মন সুরের অপেক্ষায় খুঁজে বেড়ায় শ্রাবণ ধারা।
বাউল তার একা মনে ধূসর চোখে জল ঘোলা সব ব্যথা,
সেই কণ্ঠে মুছে যায় বিরাগী বাউল গানের মিষ্টি মিষ্টি সুরে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।