নির্বাক
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼∼
নির্বাক আমি
ভাষাহীন হয়ে যাই
প্রতি মুহূর্তে
কলম থমকে যায়।
অনাকাঙ্ক্ষিত বর্ষণে
অশ্রুসিক্ত হয়ে যায় দু নয়ন।
হঠাৎ হাজারো ভিড়ে,
দুটো চোখ,
বড্ড বেশি ,মায়া লাগিয়েছিল
এ হৃদয় নীড়ে।
হঠাৎ একদিন ক্ষত -বিক্ষত
সেই মানুষের দেহখানি
মুহূর্তেই করেছিল আমায়
নির্বাক, নিস্তব্ধ
জাগ্রত সেই কন্ঠস্বর
দমনের প্রচেষ্টায়
হয়তোবা হলো সফল
আজ পরাজয়ের মাঝেও
জয়ী হলো শতদল।
“””” কবি পরিচিত-
আমি রীনা। বেশ কয় বছর ধরে, কবিতার পাতার সাথে যুক্ত আছি। দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। কবিতার পাতার জন্য, আর সবার মতো, কবিতার পাতার জন্য সহোযোগিতা করা হয়ে উঠছে না । আমি কবিতার পাতার সফলতা কামনা করছি।