যুবক

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞∞

যুবক তুমি এগিয়ে চলো

দেশ জাতি গড়তে,

আদর্শ কে আঁকড়ে ধরো

বিবেক অশ্রু মুছতে।

পরিস্থিতির সাথে থেকে

নিজেকে মজবুত করো,

চলার পথে হোঁচট খেয়ে

নিজেকে নিজে গড়ো।

সত্যের পথ ধরে চলো

মিথ্যের সঙ্গ ছাড়ো,

সত্য পথে আসবে জয়

অসত্যে ঘৃণা করো।

দিশা স্থির রেখে হাঁটো

মসৃণ হবে পথ,

আপন পর সবার সুখে

চালাও তোমার রথ।

অভুক্ত জনের পাশে থেকো

অন্ন মুখে তুলে,

গরীবি হটাও দেশ থেকে

সকল দুঃখ ভুলে।

নুন আনতে পান্তা ফুরায়

দুঃস্থের জীবন গড়ো,

মানব সেবার মহান খেলায়

নিজেকে তুলে ধরো।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস, পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস, মাতা- শ্রীমত্যা কল্ল্যাণী দাস, জন্ম তারিখ- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রাম।(বর্তমান ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুর মহকুমা)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*