অহংকারে সৃষ্টি

-অসিত ঘোষ

≈≈≈≈≈≈≈≈≈≈

অহংকার সুখের বাতি জ্বালায়

অহংকার দুঃখের বাতি নিভায়,

অহংকার করে মাইকেল মধুসূদন

বাংলা ভাষায় মহাকবি হলেন।

জীবন তরঙ্গে উত্থানপতন গোনা

কারোর কণ্ঠে ঝুলছে সোনা,

কারোর কন্ঠে কাব্যের মালা

আমরাই সাজিয়ে রাখি দোতলা।

অহংকার পতনের মূল ছিলনা

দম্ভ ছিল পতনের মূল কারণ ,

অহংকার নাথাকলে দেশ এগোয়না

চাণক্য বলেছে অতিকিছু ভালনা।

চাঁদ সূর্য দুইভাই দুইবেলা

অহংকারের তেজ করোনা হেলা,

চলি একসাথে তুচ্ছ জীবন

ভিক্ষা মাগে দুর্বল হরিণ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

পরিচয়-গ্রামে ছোটবেলায় বড় হয়েছি। এখন কলকাতা শহরে এসে অজস্র পরিশ্রম করে সবকিছু পেয়েছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*