গরীবের শীত
-আব্দুস সাত্তার সুমন
⇔⇔⇔⇔⇔⇔
শীত শীত কেন লাগে
উষ্ণতা কই?
গরীবে শীতে মরে
পথচারী ওই।
শীত তুমি এসো না
আমাদের বাড়ি,
অসহায় গরীব দুঃখী
নাই টাকা কড়ি।
বৃত্তশালী আসেনা
ঝুপড়ি এই ঘরে,
নিম্ন আয়ের শীত মানুষ
ধুকে ধুকে মরে।
জমে গেছে হাত-পা
কুয়াশার জলে,
জীবন যায় পথে পথে
কথা নাহি বলে।
আমরা নাকি সেরা জীব
আছি এই ভবে,
আমাদের আহাজারি
ভুলে গেছে সবে।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস, সাহিত্য নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।