মানুষ হলাম কৈ?
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼
স্বাধীন হয়েছি স্বাধীনতা পেয়েছি
মানুষ হলাম কৈ?
আদর্শ ভুলেছি বিবেক ঢেকেছি
মনুষ্যত্ব অঙ্গে নেই।
ইতিহাস ভুলেছি যুগের বদলে
মানবতার ডুবিয়ে খেই।
দৌরাত্ম্য বেড়েছে সৌজন্য ভুলে
স্বার্থে ঢেকেছে ভুঁই।
ধর্ষিতা লক্ষ্মী নীরবে নিভৃতে
লুকিয়ে অশ্রু মুছে,
ধর্ষক আইনের বাঁধা চোখে
দেদার মুক্তি পাচ্ছে।
শিক্ষিত বেকার করে হাহাকার
পথে ঘাটে মাঠে,
যেদিক তাকায় সেদিক অন্ধকার
মরছে কপাল ঠুকে।
চাষিরা মাঠে দিনরাত খেটে
ঝরিয়ে দেহের ঘাম,
নিত্য নতুন আনাজ পাতির
পায়না সঠিক দাম।
মুটে মজুর গায় গতরে
শ্রম দানে নিরন্তর,
নুন আনতে পান্তা ফুরায়
পুরেনা উদর গহ্বর।
দেখবে এসো সুভাষ চন্দ্র
শত সহস্র শহীদ,
নেপোয় কেমন মারছে দই
জনের টাকায় সুহৃদ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্ল্যাণী দেবী জন্ম- ১৬/০৪/৬৩ অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে (বর্তমান গোপীবল্লভপুর মহকুমা ঝাড়গ্রাম জেলা) পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ।