কর্মফল

-রতন রায়

∼∼∼∼∼∼∼∼∼∼

জন্ম নিলে মরতে হবে

বিধির বিধান কয়,

ভালো কর্মে জীবন গড়লে

স্রষ্টা খুশি হয়।

অসৎ কাজে সঙ্গ দিলে

করবে তুমি পাপ,

স্বর্গ-নরক এই দুনিয়ায়

পাবে না তো মাফ।

যতই সাজো মুখোশ ধারি

ভালো মানুষ আজ,

কেমন তুমি জ্ঞানী গুণী

প্রমাণ দিবে কাজ।

যতই করো বাড়ি গাড়ি

বানাও দালান ঘর,

তোমার দোষে তুমি দোষী

আপন হবে পর।

স্বার্থ লোভে পড়ে তুমি

যদিও করো ছল,

দিনের শেষে পাবে তুমি

আপন কর্ম ফল।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিত :

কবি রতন রায় ২০০৫ সালে ৩ মে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের তরলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: শিমল চন্দ্র রায় , মাতা: শিল্পী রানী। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের অধ্যায়নরত ছাত্র। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং বিভিন্ন পত্রিকায় অসংখ্য কবিতা লিখছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*