বাঁশির সুর

-জয়দীপ বসু

⇔⇔⇔⇔⇔⇔

বাঁশির সুর ভেসে যায় …

অলীক কল্পনায় মন ধায়।

সে যে রাখালিয়া সুরের মূর্ছনা,

করি আমি তাকে অর্চনা ।

তা কি ব্রজ ধামের কৃষ্ণের বাঁশি?

হৃদয় অঙ্গনে অপূর্ব ভাবাবেগে পশি।

রাধা কৃষ্ণের সেই মায়াময় প্রেমলীলা ,

মনের আকাশ করে নীলা ।

আহা! বাঁশির সুরে কি অপূর্ব সে প্রেম,

ধুয়ে মুছে যায় জাগতিক অ-প্রেম।

উদাসী বাউল সুরে বাঁশি বাজে,

নতুন মধু চন্দ্রিমায় মনটা সাজে।

বাঁশির সুর ভেসে যায় হৃদয় কান্তারে,

অচেনা, অজানা গহন প্রান্তরে ।

চোখে, মুখে ফুটে ওঠে মুগ্ধতার লেশ,

অস্ফূট স্বরে মনটা বলে লাগলো বেশ।

পৃথিবীটা যেন হারিয়ে গেছে সাগর পারে,

বাঁশির সুর মন টাকে পৌঁছে দেয় ওপারে ।

সেই সুরে সুরে হয়েছি মাতোয়ারা ,

স্বপ্ন বিহ্বল হয়েছে আকাশের যত তারা ।

বাঁশির সুরে ওঠে কত সহস্র কোটি ঢেউ,

বলে যায় এ জগতে সত্যিকারের আপন নয় কেউ।

সব ই যে মায়ার প্রহেলিকা ,

জীবন তরণীতে ভরিয়ে দেয় কুহেলিকা।

তবু বাঁশির সুর মনকে করে উদাস,

মনের অঙ্গনে প্রস্ফূটিত করে শ্বেত শুভ্র কাশ।

বাঁশির সুর ভেসে যায় , ভেসে যায় ,

প্রেম সিক্ত অরূপ মাধুরী পানে ধায়।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি —

পেশায় শিক্ষক, নেশায় ভ্রমণ কাহিনী ও কবিতা লেখক। ভ্রমণ পিয়াসী বারাসাত, উঃ ২৪ পরগণা। পশ্চিম বঙ্গ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*