![](https://i0.wp.com/kobitarpata.com/wp-content/uploads/2025/02/oa.jpg?fit=1280%2C720&quality=100&ssl=1)
অ আ ক খ..
-বিমান বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈
কি ভাবে ভাববো তোমায়?
ভাবনার ভাষা যে নেই জানা,
বর্ণনার শব্দ নেই,
বর্ণ নেই,
ছন্দ নেই যে শেখা।
পাই না কোনো উপমা,
অলঙ্কার দেয় না যে ধরা!
তোমাকে আঁকবো বলে
সারাদিন বসে থাকি
কাটে রাত একাকী,নিদ্রাহীন, আনমনা
কল্পনার সব যেনো ফাঁকা
তুলিতে যায় না যে আঁকা!
নদীর মতো বয়ে যায় সময়,
মুহূর্তরা ঝরে যায়,রাত আসে দিন যায়..
কোকিলেরা কথা শোনায়
পলাশে রাঙা হয় ধরা।
বছর ফুরিয়ে আসে পাঁজির পাতায়….
এভাবেই কেটে যাবে একদিন, দু’দিন জনম জনম
তবুও তোমাকে ভাবতে পারবো না,প্রিয় সখা।
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি-
মনের আনন্দে লিখি। বাংলা ভাষা মায়ের প্রতি অদম্য টান ভাবতে শিক্ষা দেয়। পাঠকের ভালোবাসা এগিয়ে যাওয়ার প্রেরণা।