![](https://i0.wp.com/kobitarpata.com/wp-content/uploads/2025/02/%E2%80%9Eben.jpg?fit=1280%2C720&quality=100&ssl=1)
অভিযাত্রী একুশ
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞
আকাশের নীলে, সাগরের নীল জলরাশি ছুঁয়ে পৌঁছে গেছে অভিযাত্রী একুশ,
বারমুডা-মারিয়ানা ট্রেঞ্জের গভীরে
ভাষা তত্ত্বগত তথ্য জানতে।
সে এক বিরল জগত! সাগরের গভীরে
প্রতাপ প্রাণী-অতিকায় ক্ষুদ্র,নিজ ভাষাতে
লিখে উপন্যাস।
নাসা শুনেছে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহের ওপারে
একত্রে কন্ঠের সমাগম।
নিশ্চিত আমি,আমার সে ভাষা, একুশের অবদান।
তিমি, নীলতিমি কথা বলে,
কথা বলে ডলফিন।
ডোবাতে বসবাসরত পুটি চেলা জালচিংড়ি কথা বলে,
অলিখিত পুস্তকে অলিখিত খাতায়।
আকাশে পাখি উড়ে, ঝাঁক বেঁধে ফিরে নীড়ে সন্ধ্যায়,
অজস্র কলতানে মুখরিত করে আকাশ,
ভাষা তত্ত্বগত তথ্য লুকায়িত শব্দ এখানে ভাসে
বিজ্ঞান খোঁজে যা আজও।
একুশ অমর, শিকল ভেঙে পাষাণ দেবীর বুকে
ফুটিয়েছে ফুল, ছড়িয়েছে খোসবু,
মারিয়ানা ট্রেঞ্জের গভীর থেকে আকাশের সীমানায়।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং , বিভাগীয় শহর রাজশাহী, শৈশবের অনেকটা সময় রাজশাহীতেই কেটে গেছে। পিতা মৃত: মীর মোক্তার আলী,শিক্ষকতা ছাড়াও সরকারি বিভিন্ন চাকরির সাথে নিয়োজিত ছিলেন, মাতা মৃত: লতিফা খাতুন,পাঁচ ভাই, তিন বোন, আমি সপ্তম। ছোট বেলা থেকে লেখালেখি তো অভ্যস্ত, স্বর্গীয় দান হিসেবে পাওয়া। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে আমার লেখা প্রকাশিত হয়েছে। যেমন, দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা, সংজ্ঞা, দিনাজপুর। সাপ্তাহিক জনরব, চালচিত্র,(আল্পনা সাহিত্য) ঠাকুরগাঁও। মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন, ঢাকা। বর্তমানে অনলাইন সাহিত্য ম্যাগাজিন, আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ, স্বরলিপি, আলেখ্য আকাশ, এবং কবিতার পাতা দিনাজপুর অন্যতম। ২০২৫ বইমেলাতে আমার একক কাব্যগ্রন্থ ( আলো ছায়া ) আবরার পাবলিকেশন্স ৬০১ নং স্টলে শোভিতহয়েছে।