![](https://i0.wp.com/kobitarpata.com/wp-content/uploads/2025/02/bangala.jpg?fit=1280%2C720&quality=100&ssl=1)
বাংলা ভাষার জন্য
-বিজয়া মিশ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔
শুধু বাংলা ভাষাকে ভালোবেসে সব তুচ্ছ
মাতৃভাষায় মায়ের আঁচলে ঠাঁই
শুধু আবেগ তো নয় এ যে আত্মার দোসর
প্রাণ দিয়ে ওঁরা প্রমাণ করেছে সেটাই।
জানি কোনদিন মিটবেনা ক্ষত বুকের
আমূল আঘাতে লড়াইটা এলোমেলো
সেই নির্মমতাই এখনো সঘোষ বার্তা
শিকড়ের সাথে অমর হয়েই রইল।
উচ্চারণের উত্তাপে গরিমাময়
একুশে উনিশে আবেগ প্রতিশ্রুতি,
তোমাদের বুকে যে বেঁধালো বেয়নেট
বোঝেনি এ ভাষার চিরভাস্বর দ্যুতি।
প্রতিদিন যুঝি লিপির যত্ন লালনে
সে যে প্রতিপলে মেটায় ব্যক্ত তৃষা
কমলা, কানাই, হিতেশ,তরনী সুনীল…
অমর তোমরা বাঁচাতে প্রাণের ভাষা।
প্রতিশ্রুতির মর্মে লেখা সে ইতিহাস,
বাংলাদেশ বা আসাম ,কাছাড়, শিলচর
যেখানেই থাকি মরমে মুক্তি শ্রুতি
বাংলাভাষার নির্যাসে গুনি প্রহর।
মাতৃভাষা যে অ- মৃত স্বাক্ষর,
যেখেনে যে আছো নিজস্ব প্রত্যয়ে
মৈত্রী আবেগ উনিশ হোক বা একুশ
এ ভাষা নিত্য অমলিন নির্ভয়ে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।