মাতৃভাষা দিবস

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼

মাতৃভাষার প্রতি টান ও মনের যোগ বড় দুর্লভ

একজন শিক্ষার্থী কাছে ভাষা হলো অন্তরের মাধ্যম

বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে এটা আমাদের গর্বের

“আ মরি বাংলা ভাষা ,মাতৃসম মাতৃভাষা দুধেরমতো।

মাতৃভাষার পবিত্রতা ও তার মর্যাদাকে অক্ষুণ্ণ

রাখার জন্য মানুষের অবদান অনস্বীকার্য

আমরা দেখেছি তামিল ভাষা প্রতিষ্ঠার জন্য

চিন্নাস্বামী নামক এক যুবক আত্মহত্যা করে ছিলেন ।

তামিলনাড়ুর তিরুচিরাপল্লী স্টেশনে হিন্দিকে

হটিয়ে নিজের মাতৃভাষার সন্মান রক্ষার্থে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মবিসর্জন দিয়েছিলেন

পরের বছর আরো পাঁচজন আত্মঘাতী হয়েছিলেন।

নিজের মাতৃভাষা নিজের জীবনের কাছে কতখানি

মূল্য রাখে তা শুধু অন্তরে অন্তরে উপলব্ধি করা যায় , বাংলাভাষা তথা মাতৃভাষার বন্দনার সূচনা লগ্ন হলো

উনিশ শতকে ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি।।

ধর্ম নয়, বর্ণ নয়, জাতি ভেদ নয় মাতৃভাষাকে

সকলে করি মোরা সন্মান শুধু বাংলা ভাষার জন্য

নয়,বিশ্বের ভাষা আন্দোলনে সামিল ছিল সকল

মানুষেরা বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য।

২০০০সারে ২১শে ফেব্রুয়ারি ইউনেসকো বাংলা

ভাষাকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করে।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

আমি মীনা কুণ্ডু ।হুগলি জেলার বাসিন্দা।

কবিতা গল্প লিখতে পড়তে ভালো লাগে

তাই লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*