![](https://i0.wp.com/kobitarpata.com/wp-content/uploads/2025/02/bb.jpg?fit=1280%2C720&quality=100&ssl=1)
বাংলা ভাষা
-রতন রায়
≈≈≈≈≈≈≈≈≈
বাংলা আমার প্রাণের ভাষা
সবার চেয়ে দামী,
এই বাংলাতে জন্ম নিয়ে
গর্ব করি আমি।
শ্রুতিমধুর মন ভোলানো
আমার বাংলা ভাষা,
বাংলা ভাষায় কথা বলে
মিটে সকল আাশা।
ভাষার জন্য দিয়েছে প্রাণ
ছাত্র শ্রমিক কুলি,
আত্মত্যাগের কথা মোরা
কভু নাহি ভুলি।
শত শহিদের রক্ত দিয়ে
বর্ণমালা চেনা,
রক্তদানের বিনিময়ে
আপন ভাষা কেনা।
বাংলা ভাষায় কথা বলে
মেঠো পথে চলি,
বাংলা আমার মনের ভাষা
গর্ব করে বলি।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
কবি রতন রায় ২০০৫ সালে ৩মে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের তরলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা:- শিমল চন্দ্র রায় মাতা:- শিল্পী রানী। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে( পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁও) বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের অধ্যয়নরত ছাত্র। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং বিভিন্ন পত্রিকায়, অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।