কাদামাটির শৈশব

-স্বপন গায়েন

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

নারী সাজলেই অপরূপা

সে যেমন তেমন হোক

কাদামাটির শৈশবকে রঙ লাগাও

সেও যেন হয়ে উঠবে মা দুগ্গা।

ডাকের সাজ চাই না –

কাদামাটিতে রঙ দাও

দু’চোখ জুড়িয়ে দেখবে সব্বাই

হৃদয় উঠোনে কাশফুল দোলা দেয়।

মানুষ জনম ধন্য হবে –

নারীরা কখন মা হয়ে যায় কেউ জানে না

অন্ধকার গুহায় পুরুষের জন্ম

কান্না থামতে কতো যে শারদ উৎসব পেরিয়ে যায়।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*