
আমার আশায়
-কাজী সেলিনা মমতাজ শেলী
♥♥♥♥♥♥♥♥♥
আমার আশায় দাঁড়িয়ে আছো বাতাস পথেরও প্রান্তে,
তুমি ডাকলে আসবো ছুটে, হৃদয়ের সব কথা জানতে।
পথের শেষ প্রান্তে ওই নীল গগনে ছায়া পড়েছে বিজনে,
মালার ফুলগুলো যেন জেগে আছে, বাতাসের উজানে।
আমার আশায়
বাতাস থেকে যাও মনে রেখো এ সন্ধ্যা প্রদীপ জ্বলবে,
স্বর্ণলেখায় পুষ্পরাগে উদাসীন বাতাস বনফুলে চলবে।
যুগল গলায় বাতাসের কণ্ঠে প্রকৃতি গানগুলো শুনবে,
মনের কথা আর ভালোবাসায়, হৃদয়ের কথা জাগবে।
আমার আশায়
পুণ্য পীযূষ সিন্ধু পারে, প্রেম শরৎ রাতের ভালোবাসা,
ভোরের ঊষা পুষ্প সুবাসে দিয়ে যাও একমুঠো আশা।
ভোরের বাতাস তুমি নতুন এক স্মৃতি নিভৃত ওই নীল,
বাতাস প্রেম, অগ্নিবেশে এসেছে যেন জোছনার তিল।
আমার আশায়
পথ পানে চেয়ে আছে বাতাসও আজি আমার আশায়,
বসন্ত রৌদ্র ছায়া, সবকিছু ভুলে যায় মন ভালোবাসায়।
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম+ পোস্ট: কপিলমনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ