
সুজন আমার কানা
-মাহবুব আলম বুলবুল
∞∞∞∞∞∞∞∞
চোখ আমার সাগর না
তবু জলে ভরা,
বুক আমার পাথর না
তবু মন মরা।
এত জল চোখে থাকে
ছিলো না জানা,
আগে আমি জানতাম না
সুজন আমার কানা।
গাল ভরা হাসি আমার
আজ আর নাই,
ছোট বেলার দিন গুলো
কোথায় আমি পাই।
মায়ের মতো ভালোবাসা
এখন কেউ দেয়না,
সারা দিনের খোঁজ খবর
কেউ আর নেয়না।
চোখ আমার অন্ধ না
তবু পথ পাই না,
বন্ধু আমার পাশে বসে
প্রেমের গান গাই না।
মন আমার অবুঝ না
তবু হলো বোকা,
বার বার যাতার নিকট
পাই শুধু ধোকা।
∞∞∞∞∞∞∞∞