
অহংকার পতনের মূল
-খলিলুর রহমান খলিল
≈≈≈≈≈≈≈≈≈≈
বাজে কথায় যে তোমাকে
অতি তুচ্ছ ভাবে,
দাম দেয় না যে- অহংকারী
যা দেবে তা পাবে।
মানব জীবন চলার পথে
করলে ফেরি-লেড়ি,
আইনের হাতে পড়বে ধরা
পড়বে শিকল বেড়ি।
সময় থাকতে বুঝতে পারা
হয় না সবার পক্ষে,
যে যা বুঝে তাই সে করে
ভাসা সবার চক্ষে।
কষ্ট দিলে কষ্টই পাবে
এটাই বিধির বিধান,
বিধান ছাড়া থাকলে কর্ম
হবেই তুমি নিদান।
করবে যেমন পাবে তেমন
তার কম বেশি যে নয়,
অহংকার যে পতনের মূল
জ্ঞানী গুণী তা কয়।
≈≈≈≈≈≈≈≈≈≈