
নাম না জানা অপরিচিত মুখ
-পুষ্পিকা সমাদ্দার
♦♦♦♦♦♦♦♦♦♦
দিগন্ত সীমার ও-পারে কেউ বুঝি আজও দাঁড়িয়ে আছে,
দ্বিধাগ্রস্ত মন পেতে চায়
তাকে একান্ত কাছে।
নামনা জানা এক অপরিচিত
যে কল্পনায় করে বাস,
খুঁজে ফিরে অবুঝ মন
একি নিয়তির পরিহাস।
বিগত অনেকগুলো দিন তবুও দেখিনি তো সুন্দর মুখ,
যার দর্শনে মন শান্ত মস্তিস্ক
পায় অসীম সুখ।
ভেদাভেদ ভুলে এক ছুটে
যাব কি চলে তার সন্নিকটে,
যার ছবি আছে চিরতরে গাথা আমার মানসপটে।
♦♦♦♦♦♦♦♦♦♦