নষ্ট চেতনা

-খন্দকার আরশাদুল বারী

♣♣♣♣♣♣♣♣♣

ফুলগু‌লো সব ঝল‌সে গে‌ছে আগু‌নে

মানবতা বি‌ক্রিত আজ টাকায়

নষ্ট সমাজ দাম দি‌য়ে নষ্ট চেতনা কেনে

চেতনা রুদ্ধ তাই শেক‌ড়ের জটলায়।

নষ্ট বি‌বে‌কের মানুষ যারা

নষ্ট ক‌রে‌ছে দেশটা

লা‌শের বা‌জা‌রে আ‌সেন তারা

বু‌ঝে নি‌তে আপন ভাগটা।

শো অফ টা হ‌য়ে গে‌লে

মি‌শে যান আঁধা‌রে

লাশ প‌ড়ে থা‌কে ভাগা‌ড়ে!

রাজনী‌তিটা হ‌য়ে গে‌লে প‌রে

কী লাভ গ‌লা পঁচা লাশ ধ‌রে

বাকী হিস‌্যাটা বু‌ঝে নিক কুকু‌রে!

এত সব ন‌ষ্টের মা‌ঝে

মানবতার ফে‌ড়ি কা‌ঁধে

জা‌গে মেহরি‌নের মত মমতাময়ী মা

আগ‌লে রা‌খে যারা ধরণী‌কে

বিসর্জন দি‌য়ে নি‌জে‌কে

সাধার‌ণের চো‌খে তারা প‌ড়ে না।

♣♣♣♣♣♣♣♣♣

ক‌বি প‌রি‌চি‌তি:

ক‌বি জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ডি‌সেম্ব‌রে রংপুর জেলার পীরগঞ্জ উপ‌জেলায়। বর্তমা‌নে বি‌সিএস শিক্ষা ক‌্যাডার হি‌সে‌বে কর্মরত এক‌টি সরকা‌রি ক‌লে‌জে। পড়া‌শোনা ক‌রে‌ছেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে। তার প্রথম প্রকা‌শিত কাব‌্যগ্রন্থ এর নাম ” মনস্তা‌ত্ত্বিক ট্রা‌জে‌ডি” । এবং দ্বিতীয় কাব‌্যগ্রন্থ মুদ্রণের অ‌পেক্ষায় আ‌ছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*