
ঘুমপাড়ানি ছড়া
-সুবল বসু
∼∼∼∼∼∼∼∼∼
ঘুমপাড়ানি মাসি পিসি ঘুমিয়ে পড়েছে।
তাইনা দেখে একফালি চাঁদ মুচকি হেসেছে।
নীল পরী আর লাল পরীরা ভীষণ চোটেছে।
ঘুমের দেশের সিপাই নিয়ে ছুটে এসেছে।
রাজ হুকুমে মাসি-পিসি মূর্ছা গিয়েছে।
দাঁড়ের টিয়া এতদিনে মুখটা খুলেছে।
খোকার পায়ে সোনার তোরা সেই তো চেয়েছে।
দাদামশাই এসব দেখে ভিরমি খেয়েছে।
দিদির কোলের বিড়াল ছানা পালিয়ে গিয়েছে।
পুরুত মশাই দু’খিলি পান বেশী খেয়েছে।
দাদা এসব পদ্য খাতায় লিখে রেখেছে।
মায়ের কোলে সোনার খোকা ঘুমিয়ে পড়েছে।
∼∼∼∼∼∼∼∼∼