করুণ দশা

-অসিত ঘোষ

♦♦♦♦♦♦♦♦♦♦♦

শিক্ষা আজ পণ্য হয়েছে, জ্ঞান বিকোয় হাটে,

ডিগ্রির লোভে ছুটে সবাই, আসল শিক্ষা কাটে।

বইয়ের বোঝা কাঁধে নিয়ে, ছুটছে ছেলেমেয়ে,

প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে, ভবিষ্যৎ যায় খেয়ে।

শিক্ষক আজ অসহায়, সিলেবাসের দাস,

সৃজনশীলতা হারিয়েছে, নেই কোনো উল্লাস।

নোট আর সাজেশন গিলছে, তোতাপাখির মতো,

মেধা যাচাই হয় না তাতে, হয় শুধু ক্ষত।

অভিভাবকও দিশেহারা, নম্বরের পিছু ছোটে,

নৈতিকতার শিক্ষা আজ, ঠাঁই পায় না মোটে।

কোচিং সেন্টার ভরে গেছে, শিক্ষার নামে ব্যবসা,

জ্ঞানার্জনের পথ হারায়, বাড়ে শুধু হতাশা।

ডিজিটাল যুগ এসেছে, তথ্য হাতের মুঠোয়,

তবুও কেন অন্ধকারে, শিক্ষার প্রদীপ নিভায়?

বদলাতে হবে এই হাল, ফেরাতে হবে আলো,

জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক, প্রতিটি বিদ্যালয়।

শিক্ষা হোক আনন্দময়, মুক্তি পাক মন,

তবেই তো গড়বে জাতি, পাবে নব জীবন।

♦♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি —

বর্ধমানের গ্রামে থেকে এসে কলকাতার দমদমে রয়েছি এখন। এখানে একটি ব্যবসা চালাই। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করেছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*