
কতক গুলো পাখির ছানা
-রানা জামান
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কতক গুলো পাখির ছানা
আপন শ্রেনী কক্ষে,
লেখাপড়ায় ছিলো মশগুল
অনেক স্বপ্ন চক্ষে।
হঠাৎ একটি ধাতব পাখি
হয়ে গেলো আগুন,
লেলিহান জিভ বিস্তার করে
পোড়ায় কচি ফাগুন।
ভষ্ম হলো অনেক কলি
কিছু বুঝার আগে,
ব্যর্থতা কার, পাইলটের কি?
প্রশ্ন মনে জাগে।
ঝলসে যাওয়া শরীর নিয়ে
তড়পায় অনেক ছানা,
কান্নার লহর বইতে থাকে
মানে না তো মানা।
যাদের সন্তান বিয়োগ হলো
কিংবা গেছে পুুড়ে,
প্রশান্তির জল পাবে কোনো
সারাজীবন খুঁড়ে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦
সংক্ষিপ্ত লেখক পরিচিতি
রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ১০০;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই এবং ২০২৫ খৃস্টাব্দে নৈঋত প্রকাশনী থেকে ‘বেলাশেষে সবাই একা’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।