
স্বর্গের চেয়েও দামী তাঁরা
-পীতবাস মণ্ডল
∞∞∞∞∞∞∞∞∞∞
ভুলেও ভুল কোরোনা কভু
জন্মদাতা বাবা মায়ের অম্লান অবদান ,
স্বর্গের চেয়েও দামী তাঁরা
একজনা ঈশ্বরী অন্যজন ভগবান ।
চাও যদি ভেস্তে দিতে
বাবা মায়ের নিঃশব্দ সরল সাধনা ,
সে তোমার অজ্ঞানতার শীর্ষ প্রমাণ
ভুলেও ঝরিওনা অকারণে পৃথিবীর অশ্রুকণা ।
যাঁদের ত্বরে পেয়েছো জনম
পুরালে অগুন্তি মনস্কাম পরম দয়ায় ,
রেখো না হয় কিঞ্চিত সমবেদনা
দুঃখের আগুনে পুড়িওনা সম্পর্কের সে সুখ সস্তায় ।
হারালে পারে না আর সে মানিক
শান্তির সুশীতল বিনয়ী সে মমতা ,
একথা নিগূঢ় সত্য মনে রেখো
ঝড়ের আঘাতে সর্বাগ্ৰে মহীরুহই হয় পরিত্রাতা ।
আঁখিজল ঝরিও না কখনো তাঁদের
যাঁরা জ্বেলেছেন তোমার প্রাণ প্রদীপের সলতে ,
জেনো অযুত সুখের মাঝেও
ভাঙা কুলোটা’ও অত্যাবশ্যক ছাই ফেলতে ।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ , থানা – হেমনগর (কোস্টাল ) । জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী , বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।