
যারা কথা বলছে
-হাসান জামান
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ওদের ঠোঁটদুটো সেলাই করে দাও
অথবা আগুনের কাঁচি দিয়ে
কেটে ফেলো আমূল শেকড়
যে পাখি আকাশ দেখে ডানা ঝাপটায়
তাকে বন্দী করো আয়না ঘরে।
তোমরা অরাজনৈতিক কবিতা লিখতে বলো
তার আগে যুদ্ধ থামাও মৃত্যু থামাও
ক্ষুধার্ত শিশুর কান্না থামাও
উদ্বাস্তু মানুষেরা কোথায় দাঁড়াবে?
ঘরের দুয়ারে হাহাকার
যারা আলোকিত মানুষ আর
রঙিন পৃথিবীর গল্প শোনায়
ওদের মিথ্যার ঘাঘরা নামাও।
অথবা তোমার দু’চোখ পাথর বানাও।
অসহায় স্বপ্নেরা মাছির মতো উড়ে
প্রতিবাদহীন কবিতা ডেডসীতে কাঁদে
মোহিনী মাছের ঝাঁক কাটে না সাঁতার
ধূষর পৃথিবীতে সূর্য উঠে না।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼