
হৃদয়ের গহীনে
-রীনা
♥♥♥♥♥♥♥
এখন আর
ভালোবাসিবার
নাহি অবসর,
জীবনের অভিজ্ঞতায় জেনেছি
কে,,বা আপন
কে,বা পর।
সময়ের স্রোত ধারায়
কখনো বা মিশে যেতে হয়
হৃদয়ের গহীনে জমানো কথা
থেকে যায় হৃদয়।
এখন আর
ভালোবাসি বার
নাহি অবসর,
বড় অচেনা লাগে
চারপাশের সবাইকে
যেন মনে হয় অচেনা এ অম্বর।
স্বার্থে আঘাতে
মনুষত্ববোধ ক্ষতবিক্ষত হয়।
নীতি আদর্শের জ্ঞান
কার কাছে করিব প্রদান।
হৃদয়ের গহীনে জমে থাকা নীরব অভিমান
সংরক্ষিত রইবে বছরের পর বছর,
তাইতো এখন আর
ভালোবাসিবার নাহি অবসর।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি,,,
নাম,,, রীনা স্বামী,,, মোহাম্মদ জুবায়ের। ঢাকার মেয়ে আমি। একটি কন্যা সন্তানের জননী। সাহিত্যের প্রতি ভালোবাসা আছে বলেই সংসার জীবনে ব্যস্ততার মাঝেও কবিতা পাতার জন্য সময় করে লিখতে বসি। অষ্টম বর্ষে পদার্পণের জন্য রইল অভিনন্দন। সাহিত্যের প্রতি মননশীলতা কে সদা জাগ্রত রাখবার জন্য ধন্যবাদ কবিতার পাতাকে। কবিতার পাতা বেঁচে থাক প্রতিটা মানুষের অন্তরে এই শুভকামনা রইল।